যে সকল শব্দ দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি, স্ত্রী-পুরুষ উভয় জাতি অথবা কোনো অচেতন পদার্থকে বুঝায়, তাদেরকে লিঙ্গ (Gender)বলে। যেমনঃ মা, বাবা, গরু, ছাগল, চেয়ার ইত্যাদি।
লিঙ্গের প্রকারভেদ
লিঙ্গ চার প্রকার। যথাঃ
(ক) পুংলিঙ্গ,
(খ) স্ত্রীলিঙ্গ,
(গ) উভয় লিঙ্গ ও
(ঘ) ক্লীব লিঙ্গ।
পুংলিঙ্গ : যে সকল শব্দ দ্বারা পুরুষ জাতি বুঝায়, তাদেরকে পুংলিঙ্গ বলে। যেমন- বাবা, কাকা, দাদা ইত্যাদি।
স্ত্রীলিঙ্গ : যে সকল শব্দ দ্বারা স্ত্রী জাতি বুঝায়, তাদেরকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- মা, বোন, চাচী, খালা ইত্যাদি।
উভয় লিঙ্গ : যে সকল শব্দ দ্বারা স্ত্রী-পুরুষ উভয় জাতি বুঝায়, তাদেরকে উভয় লিঙ্গ বলে। যেমন- শিশু, গরু, ছাগল, পাখি ইত্যাদি।
ক্লীবলিঙ্গ : যে সকল শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ জাতি না বুঝিয়ে কোনো অচেতন পদার্থ বুঝায়, তাদেরকে ক্লীব লিঙ্গ বলে। যেমন- বই, চেয়ার, টেবিল ইত্যাদি।
লিঙ্গ পরিবর্তন করার নিয়ম
প্রধানত তিনটি নিয়মে ‘পুংলিঙ্গ’ শব্দকে ‘স্ত্রীলিঙ্গ’ শব্দে রূপান্তর করা যায়। যথাঃ
(ক) পুংলিঙ্গ শব্দের পরে আ, ঈ, ইকা, নী, ইনী, আনী, বতী, মতী ইত্যাদি স্ত্রী প্রত্যয় যোগ করে।
(খ) পুরুষ বা স্ত্রীবাচক ভিন্ন শব্দ বসিয়ে।
(গ) স্ত্রী বা পুরুষবাচক শব্দ আগে বসিয়ে।
(ক) আ-প্রত্যয় যোগেঃ
অনাথ (পুংলিঙ্গ) – অনাথা (স্ত্রীলিঙ্গ)
মলিন (পুংলিঙ্গ) – মলিনা (স্ত্রীলিঙ্গ)
প্রথম (পুংলিঙ্গ) – প্রথমা (স্ত্রীলিঙ্গ)
অজ (পুংলিঙ্গ) – অজা (স্ত্রীলিঙ্গ)
চঞ্চল (পুংলিঙ্গ) – চঞ্চলা (স্ত্রীলিঙ্গ)
প্রবীণ (পুংলিঙ্গ) – প্রবীণা (স্ত্রীলিঙ্গ)
লিঙ্গ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তর
১। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
উত্তর : লিঙ্গ।
২। লিঙ্গ কয় প্রকার?
উত্তর : তিন প্রকার।
৩। নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে?
উত্তর : যে শব্দের কোনো পুংলিঙ্গ শব্দ নেই।
৪। স্ত্রী ও পুরুষ কিছুই বোঝায় না যে শব্দে তাকে কোন লিঙ্গ বলে?
উত্তর : ক্লীবলিঙ্গ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) নেত্রী খ) হিমানী
গ) অধ্যাপিকা ঘ) মলিনা
সঠিক উত্তর : ক
২। নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
ক) গুরু খ) সাধু
গ) ঢাকী ঘ) দাতা
সঠিক উত্তর : গ
৩। ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) কামিন খ) কুলিনী
গ) কামিনী ঘ) কামিনা
সঠিক উত্তর : ক
৪। কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ?
ক) শিশু খ) সতীন
গ) ঢাকী ঘ) ঝর্ণা
সঠিক উত্তর : ঘ
৫। ‘মানুষ’-এর লিঙ্গ কোনটি?
ক) পুংলিঙ্গ খ) ক্লীবলিঙ্গ
গ) নিত্য পুংলিঙ্গ ঘ) উভলিঙ্গ
সঠিক উত্তর : ঘ
৬। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক) জেলেনী খ) ষোড়শী
গ) সতীন ঘ) শ্রীমতী
সঠিক উত্তর : গ