HomePhysicsএক্সরে কি? এক্সরের ধর্মগুলি কি কি?

এক্সরে কি? এক্সরের ধর্মগুলি কি কি?

 

এক্সরে হলো এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়।

এক্স-রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন ১৮৯৫ সালে এবং এক্স-রে আবিষ্কারের জন্য ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

 

এক্সরের ধর্মগুলি

এক্স-রের ধর্মগুলি নিচে তুলে ধরা হলো:

  • এ রশ্মি সরলরেখায় গমন করে।
  • এক্স-রে তাড়িতচৌম্বক তরঙ্গ। তাড়িতক্ষেত্র বা চৌম্বকক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না।
  • এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় 10-10m এর কাছাকাছি।
  • এটি আধান নিরপেক্ষ।

 

এক্সরের ব্যবহার

এক্সরে এর ব্যবহারগুলো নিচে তুলে ধরা হলো :

  • মুখমণ্ডলের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে এক্সরের এর ব্যবহার অনেক যেমন–দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়।
  • পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়।
  • এক্সরের সাহায্যে পিত্তথলি ও কিডনির পাথরকে সনাক্ত করা যায়।
  • বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন– নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়।
  • চিকিৎসার কাজেও এক্সরে ব্যবহার করা যায়। এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে।

 

Tags :

  • রঞ্জন রশ্মি কি?
  • এক্স রশ্মি কাকে বলে?
  • এক্স-রে কীভাবে উৎপন্ন হয়?
  • কোন পরীক্ষার ক্ষেত্রে এক্স রে ব্যবহৃত হয়?
  • এক্স রে কত প্রকার?
  • এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার
  • ভেদন ক্ষমতা কাকে বলে
  • এক্স রে কি?
  • রন্টজেন কি আবিষ্কার করেন?
  • এক্স রে কেন করা হয়?
  • বুকের এক্সরে করতে কত টাকা লাগে?
  • দাঁতের এক্সরে করতে কত টাকা লাগে?
  • এক্স রে করলে কি ক্ষতি হয়?
  • এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার?
  • এক্সরে ও সাধারণ আলোর পার্থক্য লেখ
  • রশ্মি কত প্রকার
  • গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার
  • এক্স রে রিপোর্ট
  • এক্স-রে আবিষ্কার হয় কত সালে
  • x-ray এর ব্যবহার
  • বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য
  • এক্স রে করতে কত টাকা লাগে
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments