HomeNetworkingকম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে?

কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে?

দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) বলে। কম্পিউটার নেটওয়ার্কে মূলত তিনটি উপাদান থাকে– এ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার। এ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতকগুলো ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন ডিভাইস ভাগাভাগি করে ব্যবহার করেন। নেটওয়ার্ক সফটওয়্যার হচ্ছে কতকগুলো প্রোগ্রামের সমষ্টি যা নেটওয়ার্ক ব্যবহারের নিয়ম বা প্রোটোকল স্থাপন করে। আর যে সমস্ত ভৌত যন্ত্রাংশ বা উপাদান একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে, তাদেরকে একসাথে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলা হয়।

কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন।

 

কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায়?

কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে যে সুবিধাগুলো পাওয়া যায় নিম্নে তা উল্লেখ করা হলো:

১. প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং;

২. রিসোর্স শেয়ারিং;

৩. ডাটাবেস শেয়ারিং;

৪. ডাটা সংরক্ষণ;

৫. সামাজিক যোগাযোগ করা;

৬. ভিডিও কথাবার্তা;

৭. ক্লাউড কম্পিউটিং।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR