HomeComputerহার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?

 

আমরা জানি, কম্পিউটারের দুটি অংশ থাকে। একটি হলো হার্ডওয়্যার আর আরেকটি সফটওয়্যার। কম্পিউটার এই দুইটির মাধ্যমে চলে। একটি কম্পিউটারের যা দৃশ্যমান অর্থাৎ দেখা যায় এরকম যন্ত্র ও যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার বলতে কীবোর্ড, মাউস, মনিটর ইত্যাদিকে বুঝায়। আর দেখা যায় না অথচ অন্তরালে থেকে কম্পিউটারকে চালায় তাই সফটওয়্যার। যেমনঃ বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম। একটা কী-বাের্ড, মনিটর, সিস্টেম ইউনিট ন্যূনতম এই কয়টি হার্ডওয়্যার সামগ্রী যুক্ত করে কম্পিউটার থেকে আমরা কাজ পেতে পারি। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর পার্থক্য নিচে তুলে ধরা হলো।

হার্ডওয়্যার (Hardware)

  • কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার উপস্থিতি আছে তাকে হার্ডওয়্যার বলা হয়। উদাহরণ: মনিটর, হার্ডডিস্ক, প্রসেসর, র‌্যাম, রম ইত্যাদি।
  • দেখা যায় এবং স্পর্শ করা যায়।
  • সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো।
  • হার্ডওয়্যার তৈরি করতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে হয়।
  • হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না।
  • দীর্ঘদিন ব্যবহারে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে।
  • ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না।
  • একই হার্ডওয়্যার একজন বা কয়েকজন ব্যবহার করতে পারে।
  • হার্ডওয়্যার তৈরি করে যানবাহনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয় যা সময় সাপেক্ষ।

সফটওয়্যার (Software)

  • কম্পিউটারের ল্যাংগুয়েজ দিয়ে তৈরি নির্দেশাবলি বা প্রোগ্রামিং কোডসমূকে সফটওয়্যার বলা হয়।
  • স্পর্শ করা যায় না।
  • হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন।
  • সফটওয়্যার তৈরি করতে বড় কোন ইন্ডাস্ট্রি প্রয়োজন নেই।
  • সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে।
  • আজীবন ব্যবহার করলেও সফটওয়্যার নষ্ট হয় না।
  • কম্পিউটার ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করতে পারে।
  • একই সফটওয়্যার কপি করে লক্ষ লক্ষ লোক ব্যবহার করতে পারে।
  • সফটওয়্যার তৈরির পর ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সহজেই পৌঁছানো যায়।

 

Tags :

  • হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে ৫ টি পার্থক্য
  • Ram ও rom এর মধ্যে পার্থক্য
  • হার্ডওয়্যার এর কাজ কি
  • হার্ডওয়্যার কাকে বলে
  • Difference between hardware and software PDF
  • হার্ডওয়ার কাকে বলে উদাহরণ দাও
  • ৫টি সফটওয়্যার এর নাম
  • সফটওয়্যার এর সুবিধা
  • সফটওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য
  • হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে কি তৈরি হয়
  • কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমূহের তালিকা তৈরি কর
  • সফটওয়্যার এর বৈশিষ্ট্য
  • সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
  • হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক কী?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR