HomeBlogছয় দফা আন্দোলন কি? ছয় দফা আন্দোলনের প্রবক্তা কে?

ছয় দফা আন্দোলন কি? ছয় দফা আন্দোলনের প্রবক্তা কে?

ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।

 

ছয় দফা আন্দোলনের প্রবক্তা কে?

ছয় দফা আন্দোলনের প্রবক্তা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

ছয়-দফাকে কেন বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়?

ছয় দফায় পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরা হয়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা না বলা হলেও এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামনে বিস্ফোরণ ঘটায় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। তাই ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments