HomeChemistryপলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে? পলিমারাইজেশন বিক্রিয়া কত প্রকার?

পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে? পলিমারাইজেশন বিক্রিয়া কত প্রকার?

পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে? (What is called Polymerization in Bengali/Bangla?)

যে রাসায়নিক বিক্রিয়ায় বহুসংখ্যক মনোমার অণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে বৃহদাকার ও উচ্চ-আণবিক ওজনসম্পন্ন পলিমার অণু উৎপন্ন করে, তাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলে। পলিমারাইজেশন বিক্রিয়া মূলত দুই প্রকার। যথা–

(১) যুত বা সংযোজন পলিমারাইজেশন বিক্রিয়া এবং (২) ঘনীভবন পলিমারাইজেশন বিক্রিয়া।

 

(১) যুত বা সংযোজন পলিমারাইজেশন বিক্রিয়া

একই বিক্রিয়কের অসংখ্য অণু যখন যুক্ত হয়ে পলিমার তৈরী করে তখন তাকে যুত বা সংযোজন বিক্রিয়া (Addition polymerization) বলে। যুত পলিমারকরণ বিক্রিয়ায় সাধারণত দ্বিবন্ধন বিশিষ্ট কোন অ্যালকিন অণু মনোমার হিসেবে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার সময় কোন প্রকার ক্ষুদ্র অণুর অপসারণ হয় না।

 

(২) ঘনীভবন পলিমারাইজেশন বিক্রিয়া

যখন একাধিক যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে বিক্রিয়া করে পলিমার তৈরী করে তখন তাকে ঘনীভবন পলিমারকরন বিক্রিয়া বলে। ঘনীভবন বিক্রিয়ায় সাধারনত অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যামিন এবং জৈব অ্যাসিডের অণু মনোমার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই বিক্রিয়ার সময় জল ( H2O) এবং কার্বন ডাই অক্সাইড (CO2) অণুর অপসারন হয়ে থাকে। নাইলন পলিমার ঘনীভবন পলিমারকরন বিক্রিয়ার দ্বারা তৈরী করা হয়। এছাড়াও একাধিক প্রাকৃতিক পলিমার (স্টার্চ, সেলুলোজ ইত্যাদি) ঘনীভবন পলিমারকরন পক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়ে থাকে।

 

Tags :

  • পলিমারাইজেশন কি
  • প্রোপিনের পলিমারকরণ বিক্রিয়া
  • অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া
  • ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়
  • পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ
  • পলিমার বিক্রিয়া কাকে বলে
  • পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ
  • যুত বা সংযোজন পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে
  • ঘনীভবন পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments