HomeBiologyপ্রকৃত কোষ কাকে বলে? প্রকৃত কোষ কত প্রকার ও কি কি?

প্রকৃত কোষ কাকে বলে? প্রকৃত কোষ কত প্রকার ও কি কি?

যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে, প্রকৃত কোষ বলে। এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। অধিকাংশ উচ্চ শ্রেণির জীবকোষ এ ধরনের হয়।

কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই প্রকার, যথা– দেহকোষ এবং জননকোষ।

বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে এরা বিভাজিত হয়। অপরদিকে, যৌন প্রজনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। এই কোষ শুধুমাত্র মিয়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়।

 

আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি?

আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

  • আদি কোষ সুগঠিত নয়। অর্থাৎ আদিকোষের গঠন সরল এবং এর ভেতরে বিভিন্ন ধরনের অঙ্গানুও কম। অন্যদিকে, প্রকৃত কোষ সুগঠিত। এতে বিভিন্ন ধরণের কোষীয় অঙ্গাণু বিদ্যমান।
  • আদিকোষে রাইবোজম ৩০s ও ৫০s সাবইউনিট দ্বারা গঠিত। অন্যদিকে, প্রকৃত কোষ ৬০s ও ৪০s উপ একক সাবইউনিট দ্বারা গঠিত।
  • আদিকোষ সাইটোপ্লাজমীয় গঠন সরল, সাধারণত অর্ধতরল প্রকৃতির। অন্যদিকে প্রকৃত কোষ সাইটোপ্লাজম সাইটোকংকল জাতীয় ঘন থকথকে পদার্থ দ্বারা গঠিত।
  • আদি কোষে DNA বৃত্তাকার ও ননহিস্টন। অন্যদিকে, প্রকৃত কোষে DNA লম্বাকৃতি এতে সেন্ট্রোমিয়ার স্যাট ইত্যাদি থাকে। হিস্টোন প্রোটিন বিদ্যমান।
  • আদিকোষে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ক্লোরোপ্লাস্ট, ইত্যাদি নেই। অন্যদিকে, প্রকৃত কোষ এসকল উপাদানসহ অধিকাংশ কোষীয় অঙ্গানু বিদ্যমান।
  • আদিকোষে নিউক্লিয়াস নাই, এর পরিবর্তে নিউক্লওয়েড বা নিউক্লিয়ার বস্তু সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে। নিউক্লিয়ার বস্তুতে নিউক্লিয়াসের মত সকল উপাদান থাকেনা। অন্যদিকে, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস ইত্যাদি থাকে।
  • আদিকোষ খুবই ক্ষুদ্র, সাধারণত ১-১০ মাইক্রোমিটার হয়ে থাকে। অন্যদিকে, প্রকৃতকোষ অপেক্ষাকৃত অনেক বড়। এটি ১০-১০০ মাইক্রোমিটার হয়ে থাকে।
  • আদিকোষে ফ্লাজেলার সাহায্যে কিছুটা চলন সম্পর্ণ করে। অন্যদিকে, শুক্রানু কোষ ফ্লাজেলার মত লেজের সাহায্যে চলতে পারে। অন্য কিছু বিশেষ কোষ সিলিয়া, টিউবিউলিন ইত্যাদির সাহায্যে কিছুটা চলতে পারে।
  • আদিকোষে দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষের বিভাজন ঘটে। অন্যদিকে, প্রকৃত কোষ মাইটোসিস, বাডীং, মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে।
  • আদিকোষ একক কোষ। কোন শ্রমবন্টন বা অঙ্গতন্ত্র নাই। অন্যদিকে, বহুকোষী জীবে বিভিন্ন অঙ্গ শ্রমবন্টন দেখা যায়।

 

Tags :

  • প্রকৃত কোষ বলতে কী বোঝায়?
  • কোষ কাকে বলে কত প্রকার?
  • আদিকোষ ও প্রকৃত কোষ বলতে কি বুঝায়?
  • কোষ এর কাজ কি?
  • দেহকোষ কাকে বলে?
  • প্রকৃত কোষের উদাহরণ;
  • জনন কোষ কাকে বলে?
  • কোষ কত প্রকার ও কি কি?
  • লিগনিন কাকে বলে?
  • প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না?
  • হেমিসেলুলোজ কাকে বলে?
  • আদি কোষ ও প্রকৃত কোষ কাকে বলে?
  • মধ্য পর্দা কাকে বলে?
  • আদি কোষের উদাহরণ;
  • আদি কোষের বৈশিষ্ট্য কী কী?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments