HomeBlogবিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার ও কি কি?

বিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার ও কি কি?

যেসব বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে ঐ শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, সেসব বর্ণ বা বর্ণসমষ্টিকে বিভক্তি বলে। যেমনঃ শিশুরা খেলছে। এখানে ‘শিশু’ শব্দের শেষে ‘রা’ যুক্ত হয়ে ‘শিশুরা’ হয়েছে এবং ‘খেল্’ ক্রিয়ামূলের শেষে ‘ছে’ যুক্ত হয়ে ‘খেলছে’ হয়েছে। এই ক্ষেত্রে ‘রা’ এবং ‘ছে’ হলো বিভক্তি।

 

বিভক্তির প্রকারভেদ

বিভক্তি দুই প্রকার। যথাঃ (ক) শব্দ বিভক্তি ও (খ) ক্রিয়া বিভক্তি।

ক. শব্দ বিভক্তি : শব্দের শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে পদের সংখ্যা বৃদ্ধি ও কারক সৃষ্টি করে সেসব বর্ণ বা বর্ণসমষ্টিকে শব্দ বিভক্তি বলে। যেমন– পাগল + এ = পাগলে, নদী + তে = নদীতে, টাকা + য় = টাকায়। এখানে এ, তে, য়-এগুলাে হলাে বিভক্তি।

শব্দ বিভক্তি আবার সাত প্রকার। যথা– প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী।

খ. ক্রিয়া বিভক্তি : ক্রিয়ামূল বা ধাতুর শেষে যে বিভক্তি যুক্ত হয়, তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন– পড় + এ = পড়ে, খেল্ + আ = খেলা, কর + ই = করি। এখানে এ, আ, ই এগুলাে হলাে বিভক্তি।

মনে রাখবেঃ ক্রিয়া বিভক্তিকে ধাতু বিভক্তিও বলা হয়।

 

বিভক্তি যোগের নিয়ম কি?

  • অ-প্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে -গুলি, -গুলো যুক্ত হয়। যেমন: পাথরগুলো, গরুগুলি।
  • অ-প্রাণীবাচক শব্দের উত্তরে ০ (শূণ্য) বিভক্তি হয়। যেমন: কলম দাও।
  • স্বরান্ত শব্দ, অর্থাৎ যে শব্দগুলো কোনো স্বরধ্বনি দিয়ে শেষ হয়, এ ধরনের শব্দের উত্তর -এ বিভক্তির রূপভেদ হয় -য় বা -য়ে। -এ স্থানে -তে বিভক্তিও যুক্ত হতে পারে। যেমন: মা + -এ = মায়ে, ঘোড়া + -এ = ঘোড়ায়, পানি + -তে = পানিতে।
  • অ-কারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দ, অর্থাৎ যে শব্দগুলো ব্যঞ্জনধ্বনি দিয়ে শেষ হয়, এ ধরনের শব্দের উত্তরে প্রায়ই -রা স্থানে -এরা হয় এবং ষষ্ঠী বিভক্তি -র স্থলে -এর যুক্ত হয়। যেমন: লোক + -রা = লোকেরা, বিদ্বান (ব্যঞ্জনান্ত) + -রা = বিদ্বানেরা, মানুষ + -এর = মানুষের। কিন্তু অ-কারান্ত, আ-কারান্ত এবং এ-কারান্ত খাঁটি বাংলা শব্দের ষষ্ঠীর একবচনে সাধারণত -র যুক্ত হয়, -এর যুক্ত হয় না। যেমন: বড়র, মামার, ছেলের।
  • সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে -এ, -তে, -য়, -য়ে ইত্যাদি বিভক্তির ব্যবহার হয়। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এসব বিভক্তি বসে।
  • যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে -এ বিভক্তি যুক্ত হয়। যেমন: সকালে, দিনাজপুরে, ই-মেইলে, কম্পিউটারে, ছাগলে, তিলে ইত্যাদি।
  • শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -তে বিভক্তি হয়। যেমন: হাতিতে, রাত্রিতে, মধুতে, ইত্যাদি।
  • আ-কারান্ত শব্দের শেষে -য় বিভক্তি হয়। যেমন: ঘোড়ায়, সন্ধ্যায়, ঢাকায়, কলকাতায় ইত্যাদি।
  • শব্দের শেষে দ্বিস্বর (স্বরধ্বনির দুইবার উচ্চারণ) থাকলে -য়ে বিভক্তি হয়। যেমন: ছইয়ে ভাইয়ে, বউয়ে।
  • ই-কারান্ত শব্দের শেষেও -য়ে বিভক্তি দেখা যায়। যেমন: ঝিয়ে, ঘিয়ে।
  • বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত এক এবং -এরে বিভক্তি বসে। ক্রিয়াকে ‘কাকে’ প্রশ্ন করলে যে উত্তর (শব্দ) পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। যেমন: শিশুকে, দরিদ্রকে, আমাকে, আমারে ইত্যাদি।
  • বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে -র, -এর এবং-য়ের বিভক্তি যুক্ত হয়। সাধারণত আ-কারান্ত, ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষে -র বিভক্তি বসে। যেমন: রাজার প্রজার, হাতির, বুদ্ধিজীবীর, তনুর, বধূর।
  • যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে -এর বিভক্তি হয়। যেমন: বলের, শব্দের, নজরুলের, সাতাশের ইত্যাদি।
  • শব্দের শেষে দ্বিস্বর থাকলে -য়ের বিভক্তি হয়। যেমন: ভাইয়ের, বইয়ের, লাউয়ের, মৌয়ের ইত্যাদি।

 

অনুসর্গ ও বিভক্তির পার্থক্য কি?

অনুসর্গ ও বিভক্তির পার্থক্য নিম্নরূপঃ-

অনুসর্গ

  • অনুসর্গ হলো স্বতন্ত্র পদ, শব্দের সঙ্গে মিশে যায় না, আলাদা থাকে।
  • অনুসর্গের নিজের অর্থ আছে।
  • অনুসর্গ এককভাবে আলাদা হয়ে ব্যবহৃত হতে পারে।

বিভক্তি

  • বিভক্তি শব্দের সঙ্গে মিশে পদ গঠন করে, আলাদা থাকে না।
  • বিভক্তির নিজের কোনো অর্থ নেই।
  • বিভক্তি এককভাবে আলাদা হয়ে ব্যবহৃত হতে পারে না।

 

Tags :

  • বিভক্তি কাকে বলে?; বিভক্তি কত প্রকার ও কি কি?; শব্দ বিভক্তি কাকে বলে?; শব্দ বিভক্তি কত প্রকার ও কি কি?; ক্রিয়া বিভক্তি কাকে বলে?; ক্রিয়া বিভক্তির অপর নাম কি?;অনুসর্গ ও বিভক্তির পার্থক্য কি? বিভক্তি কয় প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা কর; বিভক্তির কি নেই?; শূন্য বিভক্তি কি?; শূন্য বিভক্তি কাকে বলে একটি উদাহরণ দাও; তির্যক বিভক্তি কি?; বিভক্তির উদাহরণ; প্রথমা বিভক্তি; বিভক্তির কাজ কি?; ধাতু বিভক্তি কয় প্রকার?; কারক ও বিভক্তি বহুনির্বাচনি প্রশ্ন; কারক ও বিভক্তির পার্থক্য কি?; শূন্য বিভক্তির অপর নাম কী?; সপ্তমী বিভক্তি; ক্রিয়া বিভক্তি কত প্রকার?; বিভক্তি চার্ট; বিভক্তি যুক্ত শব্দকে কি বলে?;
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments