HomeElectronicsবৈদ্যুতিক সার্কিট বিষয়ক প্রশ্ন ও উত্তর

বৈদ্যুতিক সার্কিট বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. যে পথ দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে কী বলে?

উত্তর : বৈদ্যুতিক সার্কিট।

 

প্রশ্ন-২. একটি আদর্শ সার্কিটে কী কী উপাদান থাক?

অথবা, আদর্শ সার্কিটের মূল উপাদানগুলোর নাম লেখ।

উত্তর : একটি আদর্শ সার্কিটের মূল উপাদানগুলো হলো– বৈদ্যুতিক সোর্স, লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র ও রক্ষণ যন্ত্র।

 

প্রশ্ন-৩. বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কী কী?

উত্তর : বৈদ্যুতিক সার্কিট প্রধানত দু’প্রকার। যথা- ১. ওপেন সার্কিট; ২. বন্ধ সার্কিট।

 

প্রশ্ন-৪. বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কয়টি?

উত্তর : বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান পাঁচটি।

 

প্রশ্ন-৫. সিরিজ সার্কিটে লোড বাড়ালে সার্কিটের কারেন্টের কী পরিবর্তন হবে?

উত্তর : কারেন্টের মান কমবে।

 

প্রশ্ন-৬. প্যারালাল সার্কিটের সমতুল্য রোধ কমাতে হলে সার্কিটের লোড কীভাবে সংযোগ করতে হবে?

উত্তর : প্যারালালে সংযুক্ত করতে হবে।

 

প্রশ্ন-৭. প্যারালাল সার্কিটের লোড বাড়ালে সার্কিটের কারেন্ট কী পরিবর্তন হবে?

উত্তর : কারেন্ট বৃদ্ধি পাবে।

 

প্রশ্ন-৮. সিরিজ সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পায় না হ্রাস পায়?

উত্তর : সিরিজ সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পায়।

 

প্রশ্ন-৯. বৈদ্যুতিক লোডের সার্কিট কত প্রকার ও কি কি?

উত্তর : বৈদ্যুতিক লোডের সার্কিট তিন প্রকার। যথা– ১. সিরিজ সার্কিট, ২. প্যারালাল সার্কিট,  ৩. সিরিজি প্যারালাল বা মিশ্র সার্কিট।

 

প্রশ্ন-১০. প্যারালাল সার্কিটে কী স্থির বা কন্সট্যান্ট থাকে?

উত্তর : ভোল্টেজ।

 

প্রশ্ন-১১. সিরিজ সার্কিটে কোন রাশি স্থির থাকে?

উত্তর : কারেন্ট।

 

প্রশ্ন-১২. ২টি বৈদ্যুতিক সোর্স বা উৎস এর নাম লেখ।

উত্তর : ২টি বৈদ্যুতিক সোর্স বা উৎস হলো– ১. ব্যাটারি, ২. জেনারেটর।

 

প্রশ্ন-১৩. ৫টি উপাদান ছাড়া বৈদ্যুতিক সার্কিট হতে পারে কিনা!

উত্তর : হ্যাঁ পারে।

 

প্রশ্ন-১৪. রেজিস্টিভ সার্কিট কাকে বলে?

উত্তরঃ যে সার্কিট ওহমিক রেজিস্ট্যান্স নিয়ে গঠিত হয় তাকে রেজিস্টিভ সার্কিট (Resistive circuit) বলে।

 

প্রশ্ন-১৫. ইন্ডাকটিভ সার্কিট কাকে বলে?

উত্তরঃ যে সার্কিটে শুধু ইন্ডাকটিভ কয়েল থাকে তাকে ইন্ডাকটিভ সার্কিট বলে। বাস্তবে খাঁটি ইন্ডাকটিভ সার্কিট তৈরি করা সম্ভব নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR