HomeComputerমিনি কম্পিউটার কি? মিনি কম্পিউটার এর জনক কে?

মিনি কম্পিউটার কি? মিনি কম্পিউটার এর জনক কে?

আগের আর্টিকেল থেকে আমরা ডিজিটাল কম্পিউটার সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা মিনি কম্পিউটার সম্পর্কে আলোচনা করবো। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা মিনি কম্পিউটার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যেমন, মিনি কম্পিউটার কাকে বলে, মিনি কম্পিউটারের জনক কে, মিনি কম্পিউটার এর বৈশিষ্ট্য এবং ব্যবহার ইত্যাদি।

 

মিনি কম্পিউটার কি? (What is Mini computer in Bengali/Bangla?)

মিনি কম্পিউটার হচ্ছে এক ধরনের ছোট আকারের কম্পিউটার। একে মিনিফ্রেম কম্পিউটারও বলা হয়। মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের এ কম্পিউটার টার্মিনালের মাধ্যমে একসঙ্গে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের জন্য সাধারণ এক বোর্ড বিশিষ্ট বর্তনী ব্যবহৃত হয়। বড় বড় শিল্প এবং গবেষণা প্রতিষ্ঠান মিনি কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। উৎপাদন প্রতিষ্ঠান বা ব্যাংকিং কাজকর্মে এ ধরনের কম্পিউটারের সচরাচর লক্ষ্য করা যায়। PDPII, IBM S/34, NCR S/9290 ইত্যাদি মিনি কম্পিউটারের উদাহরণ।

 

মিনি কম্পিউটারের জনক কে? (Who is the father of mini computer?)

মিনি কম্পিউটারের উদ্ভাবক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেড হফ, স্ট্যান মেজর, ফেডরিকো ফ্যাগিন এবং জাপানের মাসাতোশি শিমা।

তবে কেনেথ এইচ অলসেন নামক এক ব্যাক্তি সর্বপ্রথম মিনি কম্পিউটারের সূচনা করেন। তাই কেনেথ এইচ অলসেন কেই মিনি কম্পিউটারের জনক হিসেবে ধরা হয়।

তাদের পরিকল্পনার উপর ভিত্তি করে, IBM কর্পোরেশন 1960-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথম মিনি কম্পিউটার তৈরি করে।

 

মিনি কম্পিউটারের বৈশিষ্ট্য (Characteristics of mini computer)

  • একসাথে অনেকজন কাজ করতে পারে
  • মাইক্রোকম্পিউটারের থেকে কাজ করার গতি বেশি
  • একের অধিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হয়ে থাকে
  • এই ধরনের কম্পিউটারে, সুপার চিপ ব্যবহার করে সুপার মিনি কম্পিউটার এ পরিবর্তন করা যায়
  • মিনি কম্পিউটার এর দাম মাইক্রোকম্পিউটারের থেকে বেশি এবং মেইনফ্রেম কম্পিউটার থেকে কম।

 

মিনি কম্পিউটার এর ব্যাবহার (Use of mini computer)

  • লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সার্ভার বানানোর জন্য মিনি কম্পিউটার ব্যবহার করা হয়
  • বীমা কোম্পানিতে ব্যবহার করা হয়
  • বিভিন্ন অর্গানাইজেশনের কর্মীদের বেতন, উৎপাদন পরিকল্পনা, হিসাব নিকাশ করার কাজে ব্যবহার করা হয়
  • বিভিন্ন প্রতিষ্ঠান ডাটাবেস ম্যানেজমেন্ট করা এবং ফাইল হস্তান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়
  • এবং ব্যবসার ট্রানজাকশন খতিয়ে দেখতে মিনি কম্পিউটার ব্যবহার করা হয়।

 

উপসংহার

আমি আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা মিনি কম্পিউটার সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি আপনার মনে এখনো মিনি কম্পিউটার সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্ট এর মাধ্যমে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভাল থাকবেন।

 

Tags :

  • মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটারের মধ্যে পার্থক্য কি? (What is difference between Minicomputer and Microcomputer?); মিনি কম্পিউটারের বৈশিষ্ট্য; সবচেয়ে ছোট কম্পিউটার কোনটি?; Mini computer; ভারতের সুপার কম্পিউটারের নাম কি?; সুপার কম্পিউটারের কাজ কি?; মেইনফ্রেম কম্পিউটার এর উদাহরণ; বাংলাদেশের সুপার কম্পিউটার; সুপার কম্পিউটার কি?; মেইনফ্রেম কম্পিউটার কাকে বলে?; মিনি কম্পিউটার এর উদাহরণ; মিনি কম্পিউটার এর কাজ কি?; মিনি কম্পিউটারের অপর নাম কি?; মাইক্রো কম্পিউটার বলতে কি বুঝায়?; বিশ্বের প্রথম কম্পিউটার এর নাম কি?; সুপার কম্পিউটার কোথায় ব্যবহার হয়?; ল্যাপটপে কি কি কাজ করা যায়?; স্লট কি?; ল্যাপটপ কে আবিষ্কার করেন?; মাউসের কয়টি বাটন থাকে ও কি কি?; সফটওয়্যার কত প্রকার কি কি?; মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার?; প্রসেসর কি এবং এর কাজ কি?; বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি এবং কম্পিউটার কত প্রকার?; মধ্যম সারির কম্পিউটার কোনটি?;
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR