HomeElectronicsবৈদ্যুতিক লিফট কি? বৈদ্যুতিক লিফটের বৈশিষ্ট্য এবং ব্যবহার

বৈদ্যুতিক লিফট কি? বৈদ্যুতিক লিফটের বৈশিষ্ট্য এবং ব্যবহার

লিফট একটি উত্তোলনকারী ও নিচে গমনকারী যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা সম্বলিত প্রকোষ্ঠ, যা উলম্ব পথে নিয়ন্ত্রিতভাবে গমণা-গমণ করা যায়। লিফটের প্রকোষ্ঠ উঠা-নামার জন্য বৈদ্যুতিক মোটর ব্যবস্থা থাকে। বৈদ্যুতিক মোটর গিয়ারবিশিষ্ট অথবা গিয়ারবিহীন হতে পারে।

ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত প্যাসেঞ্জার লিফট, মালপত্র বহনকারী লিফট, ফ্রেইট লিফট, ফর্ক লিফট ইত্যাদি ধরনের হয়।

একটি যাত্রীবাহী লিফট স্থাপনের ক্ষেত্রে নিমলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। যথা– বিল্ডিংয়ের বৈশিষ্ট্য; জনসংখ্যার বৈশিষ্ট্য এবং লিফট চালু থাকার গড় সময় এবং যাত্রীসংখ্যার বহন ক্ষমতা।

 

বৈদ্যুতিক লিফটের ব্যবহার

বৈদ্যুতিক লিফটের ব্যবহার নিমরূপ–

(ক) শপিং মলে ওঠা-নামার জন্য লিফট ব্যবহৃত হয়।

(খ) উচ্চ ভবনে ওঠা-নামার জন্য লিফট ব্যবহৃত হয়।

(গ) আবাসিক বহুতলবিশিষ্ট ভবনে ওঠা-নামার জন্য লিফট ব্যবহৃত হয়।

(ঘ) আধুনিক আবাসিক হোটেলে আহরণে জন্য লিফট ব্যবহৃত হয়।

(ঙ) বিভাগীয় শহরের বিভিন্ন ব্যাংক লোকজনের চলাফেরার জন্য লিফট ব্যবহৃত হয়।

(চ) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে মালামাল, আসবাবপত্র, যন্ত্রপাতি উঠানো-নামানোর জন্য লিফট ব্যবহৃত হয়।

 

বৈদ্যুতিক লিফটের বিভিন্ন যন্ত্রাংশের তালিকা

বৈদ্যুতিক লিফটের বিভিন্ন যন্ত্রাংশের তালিকা নিম্নে দেয়া হলো। যথা–

(ক) কন্ট্রোল প্যানেল : লিফটের যাবতীয় অপারেশন এবং নিয়ন্ত্রণের কাজ এখান থেকে সম্পন্ন হয়।

(খ) ফিল্ড কন্ট্রোলড জেনারেটর : ডিসি মোটরে সরবরাহ দেয়ার জন্য ব্যবহৃত হয়। এ জেনারেটরের ফিল্ডকে নিয়ন্ত্রণ করে ই.এম.এফ-কে নিয়ন্ত্রণ করা হয়।

(গ) মেশিন বিম : এটি লিফটের জন্য কাঠামো এবং সাপোর্ট বিশেষ।

(ঘ) গাইড রেইলস : গাইড রেইলসের মাধ্যমে লিফট প্রকোষ্ঠ উলম্বভাবে ঠিকমতো ওঠা-নামা করতে পারে।

(ঙ) গাইড সু : গাইড সু, প্রকোষ্ঠের ফ্রেম এবং কাউন্টার ওয়েটের সাথে সংযুক্ত থাকে যা গাইড রেইলে ফিট করা থাকে।

(চ) কমপেনসেশন ক্যাবল : এ ক্যাবলগুলো প্রকোষ্ঠের নিচের দিকে এবং কাউন্টার ওয়েটের সাথে আটকানো থাকে যা উত্তোলনকারী ক্যাবলের ওজনের জন্য ব্যবহৃত হয়। ভ্রমণপথ ১০০ হতে ৪০০ ফুট পর্যন্ত হলে এ ক্যাবল ব্যবহার করা হয়। যদি ভ্রমণপথ ৪০০ ফুটের অধিক হয় তবে এ ক্যাবলগুলো চেইনের হয়ে থাকে।

 

Tags :

  • লিফট কী?
  • ব্যবহারিক ক্ষেত্রে কী কী ধরনের লিফট আছে?
  • লিফটে কী ধরনের মোটর ব্যবহার করা হয়?
  • লিফটে কাউন্টার ওয়েটের কাজ কী?
  • লিফটে গভর্নরের কাজ কী?
  • লিফটে লিমিট সুইচের কাজ কী?
  • লিফটে কোনো ধরনের মোটর বেশি ব্যবহৃত হয়?
  • লিফটে কন্ট্রোল প্যানেলের কাজ কী?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular