মুনাফা বা সুদ কাকে বলে? (What is called Interest in Bengali/Bangla?)
ব্যাংকে বা ব্যবসায় টাকা খাটালে যে টাকা খাটানো হয় তার পরিমাণ এবং সময়ের ওপর নির্ভর করে নির্দিষ্ট হারে কিছু অতিরিক্ত টাকা পাওয়া যায়। এ অতিরিক্ত প্রাপ্ত টাকাকে মুনাফা বা সুদ বলে। মুনাফা প্রধানত দুই প্রকার। যথা- ১। সরল মুনাফা এবং ২। যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা।
- সরল মুনাফা (Simple Interest) : কেবল আসল বা মূলধনের ওপর যে সুদ হিসাব করা হয় তাকে সরল মুনাফা বা সরল সুদ বলা হয়।
- যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা (Compound Interest) : নির্দিষ্ট সময়ান্তে উদ্ভূত মুনাফা-আসলকে মূলধন ধরে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য তার ওপর মুনাফা নির্ধারণ করা হলে ঐ মুনাফাকে চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা বলা হয়।
মুনাফা হার কাকে বলে? মুনাফার হার নির্ণয়ের সূত্র কি?
১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। যেমন, মুনাফা হার ৮% বলতে বুঝায় ১০০ টাকার ১ বছরের মুনাফা = ৮ টাকা এবং মুনাফা হার ৮% = ৮/১০০ অর্থাৎ মুনাফার সাথে ‘হার’ শব্দটি থাকলে তাকে ১০০ দিয়ে ভাগ করতে হয়। ‘%’ দ্বারা সবসময় ১০০ দ্বারা ভাগ বুঝায়।
মুনাফার হার নির্ণয়ের সূত্র :
১. আসল = (বার্ষিক মুনাফা × ১০০) / (মুনাফার হার × সময়)
২. বার্ষিক মুনাফা = আসল × (বার্ষিক মুনাফার হার / ১০০)
৩. বার্ষিক মুনাফার হার = (বার্ষিক মুনাফা × ১০০) / আসল
মুনাফা সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. লাভ ও ক্ষতি কাকে বলে?
উত্তর : ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে তাকে লাভ বা মুনাফা বলে। আর ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে তাকে লোকসান বা ক্ষতি বলে।
প্রশ্ন-২. মুনাফার হার কাকে বলে?
উত্তর : কোনো নির্দিষ্ট টাকার ওপর কোনো নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয়, তাকে মুনাফার হার বলে।
প্রশ্ন-৩. সময়কাল কাকে বলে?
উত্তর : যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে এর সময়কাল বলে।
প্রশ্ন-৪. মুনাফা বলতে কী বুঝায়?
উত্তর : ব্যবসার মাধ্যমে বা অন্য কোনো বৈধ উপায়ে কেউ যদি লেনদেন করার মাধ্যমে নিজের মুলধন বৃদ্ধি করে তবে মূলধনের বৃদ্ধিপ্রাপ্ত অংশ মুনাফা হিসেবে ধরা হয়।
প্রশ্ন-৫. আসল এবং মুনাফা নির্ণয়ের সূত্র লিখ।
উত্তর : আমরা জানি, আসল = মুনাফা/মুনাফার × সময়
বা, P = I/rn
এবং মুনাফা = আসল × মুনাফা হার × হার
বা, I = Prn
প্রশ্ন-৬. সরল মুনাফা কাকে বলে?
উত্তর : প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা (simple profit) বলে।
প্রশ্ন-৭. চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে?
উত্তর : মুনাফা-আসল (মুনাফা + আসল) এর উপর যে মুনাফা প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে।
প্রশ্ন-৮. উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা দাও।
উত্তর : কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে। উদাহরণস্বরূপ সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়।
প্রশ্ন-৯. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখ।
উত্তর : সরল মুনাফার সূত্র : I = Pnr
এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র : C – P = P(১ + r)n – P
যেখানে, I = মুনাফা, P = মূলধন, r = মুনাফার হার
C = চক্রবৃদ্ধি মূলধন, n = সময়।
প্রশ্ন-১০. প্রচলিত অর্থসহ মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : মুনাফা নির্ণয়ের সূত্র : I = Pnr
এখানে, P = মুনাফা
I = মুনাফা
n = সময়
r = মুনাফা হার।
Tags :
- মুনাফা জাতীয় ব্যয় গুলো কি কি
- মুনাফা আসল নির্ণয়ের সূত্র
- মুনাফা সর্বাধিকরণ কি
- অর্থনীতিতে মুনাফা কাকে বলে
- অতি মুনাফা কাকে বলে
- সরল মুনাফা কাকে বলে
- বার্ষিক মুনাফা কত?
- ১০০ টাকার ১ বছরের মুনাফাকে কী বলা হয়?
- সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কি?
- শতকরা কত হারে ৮০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 61 টাকা হবে?
- শুধু মুনাফা বলতে কি বুঝায়?
- বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র কি
- বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুন হবে?
- মুনাফা ভাগাভাগি কী?
- বার্ষিক মুনাফা কাকে বলে
- হিসাবগত মুনাফা কাকে বলে
- মুনাফা আসল কাকে বলে
- স্বাভাবিক মুনাফা বলতে কি বুঝায়
- চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে
- নীট মুনাফা কাকে বলে