HomeComputerকম্পিউটার বাস কত প্রকার ও কি কি?

কম্পিউটার বাস কত প্রকার ও কি কি?

কম্পিউটার বাস কত প্রকার ও কি কি? (How many types of Computer bus in Bengali/Bangla?)

একটি কম্পিউটারে মূলত দুই ধরনের বাস থাকে। যথা : ১. সিস্টেম বাস (System bus); ২. এক্সপানশন বাস (Expansion bus)।

১। সিস্টেম বাস (System bus) : সিপিইউ সিস্টেম বাসের সাহায্যে মেমোরি এবং কম্পিউটারের চিপসেটের সাথে যোগাযোগ করে। কম্পিউটার বাস বলতে সাধারণত সিস্টেম বাসকেই বুঝায়। কোন বাসে একটি লাইন বা তার দিয়ে একই সময়ে একাধিক ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না। কম্পিউটারের সিস্টাম বাস তিন ধরনের বাস নিয়ে গঠিত। যথা- ১. অ্যাড্রেস বাস (Address bud); ২. কন্ট্রোল বাস (Control bus); ৩. ডেটা বাস (Data bus)।

  • অ্যাড্রেস বাস : অ্যাড্রেস বাসের সাহায্যে CPU প্রধান মেমোরির কোন বিশেষ অ্যাড্রেস সংযোগ করে অর্থাৎ মেমরির যে অবস্থানে ডেটা পড়তে হবে বা লিখতে হবে তার সঙ্গে যোগাযোগ করে। অ্যাড্রেস বাসের সাহায্যে CPU বিশেষ কোন রেজিস্টার বা ইনপুট বা আউটপুট পোর্টের সাথেও সংযোগ করে। এতে ৮ বা ১২ এর বেশি তার থাকে। n-সংখ্যক তার দিয়ে 2n টি অ্যাড্রেস থেকে ডেটা পড়া বা লেখা যায়। অ্যাড্রেস বাস একমুখী অর্থাৎ এর ভিতর দিয়ে জিডিটাল সংকেত একদিকেই যেতে পারে।
  • কন্ট্রোল বাস : কন্ট্রোল বাস বা নিয়ন্ত্রণ বাস মাইক্রোপ্রসেসর থেকে সংকেত বা নির্দেশ বহন করে এবং সংশ্লিষ্ট অংশগুলোতে প্রেরণ করে থাকে। কন্ট্রোল বাসের সাহায্যে CPU যে অ্যাড্রেস সংযোগ করেছে সেখানে মেমোরি পড়া, মেমোরিতে লিখা, ইনপুট পড়া বা আউটপুট লেখা ইত্যাদি নির্দেশ পাঠায়।
  • ডেটা বাস : ডেটা বাসের কাজ হচ্ছে বিভিন্ন চিপের মধ্যে ডেটা বা তথ্য আদান-প্রদান করা। যেমন : র‌্যাম চিপ থেকে প্রসেসরে ডেটা নিয়ে যাওয়া বা প্রসেসর থেকে ব্ল্যাম চিপে ডেটা বা তথ্য নিয়ে যাওয়া। অ্যাড্রেস বাস একমুখী কিন্তু ডেটাবাস ও কন্ট্রোল বাস উভয়মুখী কারণ এর মধ্য দিয়ে ডেটা দুদিকেই যেতে পারে। ডেটা বাসে ৪ বা ততোধিক তার থাকে।

কোন কোন মাইক্রোপ্রসেসর আবার দুই ধরনের ডেটা বাস ব্যবহার করে। যথা–

i. অভ্যন্তরীণ ডেটা বাস এবং

ii. বহিঃস্থ ডেটা বাস।

২। এক্সপানশন বাস (Expansion bus) : সিপিইউ এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরাল ডিভাইসের সাথে যোগাযোগ করে। কম্পিউটার প্রযুক্তির উন্নতির বিভিন্ন পর্যায়ে অনেক ধরনের এক্সপানশন বাস আবিস্কৃত হয়েছে। তারমধ্যে যে সকল এক্সপানশন বাস জনপ্রিয় হয়েছে সেগুলো হল :

  • আইএসএ (ISA-Industry Standard Architecture)
  • লোকাল বাস-ভেসা (VESA -Video Electronic Standard Architecture) পিসিআই (PCI-Peripheral Component Interconnect)
  • ইউনিভারসাল সিরিয়াল বাস (USB)
  • ফায়ারওয়্যার বা IEEE 1394
  • এজিপি (AGP-Accelerated Graphics port)।

 

বাস আর্কিটেকচার কি?

বাস আর্কিটেকচার হলো একটি কাঠামো যার সাহায্যে কম্পিউটারের বিভিন্ন অংশ (CPU, Hard Drive, RAM ইত্যাদি) এর মধ্যে তথ্য বা Data transfer করা যায়।

 

Tags :

  • Computer bus কি
  • নিচের কোনটি সিস্টেম বাস
  • কন্ট্রোল বাস কি
  • সিস্টেম বাস কি
  • Usb কোন ধরনের বাস
  • Cache memory কি কাজে ব্যবহৃত হয়
  • I bus খোলার পদ্ধতি লেখ
  • System bus কি
  • এড্রেস বাস কি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments