HomeElectronicsডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?

ডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?

ডিজিটাল ইলেকট্রনিক্স কি? (What is Digital Electronics in Bengali/Bangla?)

ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্স প্রযুক্তি বিদ্যার এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগনাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট ও যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালি, ব্যবহার, সুবিধা-অসুবিধা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয়।

কম্পিউটার ও মোবাইল ডিজিটাল ইলেক্ট্রনিক্সের একটি জনপ্রিয় উদাহরণ। ডিজিটাল বর্তনী তৈরী হয় লজিক গেট, মাল্টিপ্লেক্সের, ডিকোডার ইত্যাদি দিয়ে।

 

অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি? (What is the difference between analog electronics and digital electronics?)

অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স যথাক্রমে অ্যানালগ ও ডিজিটাল ভোল্টেজ সংকেত ব্যবহার করে। অ্যানালগ অপেক্ষা ডিজিটাল সংকেত ব্যবহারের সুবিধাগুলো হলো- ডিজিটাল সংকেতের বিকৃতি ঘটে না বললেই চলে এবং ডিজিটাল সংকেত সহজেই রূপান্তর করা যায়। এ সংকেত ব্যবহারে হিসাব-নিকাশও সহজ, কারণ কম্পিউটার ডিজিটাল সংকেত নিয়ে কাজ করে। অ্যানালগ ইলেকট্রনিক্সের উদাহরণ হলো আগেকার ক্যাথোড টিউবের টেলিভিশন। আর জিডিটাল ইলেকট্রনিক্সের উদাহরণ হলো বর্তমান যুগের এলইডি টেলিভিশন।

 

Tags :

  • ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে?
  • ডিজিটাল ইলেকট্রনিক্স কী?
  • ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে কী বোঝায়?
  • ডিজিটাল ইলেকট্রনিক্সের উদাহরণ
  • ডিজিটাল ইলেকট্রনিক্স বই pdf
  • ডিজিটাল ইলেকট্রনিক্স কোন ভোল্টেজ লেবেলটি সংজ্ঞায়িত নয়
  • ডিজিটাল সিগনাল বলতে কী বোঝায়
  • ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে 0 নির্দেশ করে
  • ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে +৫ নির্দেশ করে
  • ডিজিটাল ইলেকট্রনিক্স বই
  • Digital Electronics কাকে বলে
  • কয়েকটি ডিজিটাল যন্ত্রপাতির নাম লেখ
  • ডিজিটাল কাকে বলে
  • এনালগ ইলেকট্রনিক্স কাকে বলে
  • ডিজিটাল সিগনালের অবস্থা দুটি কি কি
RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments