HomePhysicsতরঙ্গমুখ কাকে বলে? তরঙ্গমুখ কত প্রকার ও কি কি?

তরঙ্গমুখ কাকে বলে? তরঙ্গমুখ কত প্রকার ও কি কি?

তরঙ্গমুখ কাকে বলে? (What is called Wavefront?)

কোনো উৎস থেকে তরঙ্গ যখন শূন্য বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তখন শূন্য বা কোনো মাধ্যমের বিন্দুগুলো কম্পিত হতে থাকে। যেকোনো মুহূর্তে একই দশা সম্পন্ন বিন্দুগুলাে যে রেখায় বা তলের উপর অবস্থিত থাকে তাকে তরঙ্গমুখ বলে।

ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দু কম্পিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় সেটি ত্রিমাত্রিক তরঙ্গ। এই ক্ষেত্রে সেই বিন্দুকে কেন্দ্র করে একটি গোলক কল্পনা করলে ঐ গোলকের পৃষ্ঠের উপর অবস্থিত বিন্দুগুলি সমদশা সম্পন্ন। সুতরাং এই ক্ষেত্রে গোলকীয় তরঙ্গমুখ পাওয়া যাবে। আর যদি গোলকের ব্যাসার্ধ খুব বড় হয় তবে সেক্ষেত্রে গোলকীয় তরঙ্গমুখের ক্ষুদ্র অংশকে সমতল তরঙ্গমুখ হিসাবে বিবেচনা করা যাবে।

 

তরঙ্গমুখের প্রকারভেদ

তরঙ্গমুখ সাধারণত তিন প্রকারের হয়।

(ক) গোলীয় তরঙ্গমুখ : কোনো বিন্দু উৎস বা ক্ষুদ্র ছিদ্র থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়লে যে তরঙ্গমুখ অগ্রসর হয় সেটি গোলাকার তরঙ্গমুখ।

(খ) চোঙাকৃতি তরঙ্গমুখ : কোনো রেখা থেকে বা চিড় থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়লে যে তরঙ্গমুখ অগ্রসর হয় সেটি চোঙাকৃতি তরঙ্গমুখ। কারণ কোনো রেখা উৎস থেকে সমদূরত্বে অবস্থিত বিন্দুগুলো একটি চোঙের তলে অবস্থান করে।

(গ) সমতল তরঙ্গমুখ : অসীমে অবস্থিত উৎস থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো সমান্তরাল হওয়ায় এর তরঙ্গমুখ সমতল হয়। ফলে সমতল তরঙ্গমুখ সৃষ্টি হয়।

 

তরঙ্গমুখের বৈশিষ্ট

তরঙ্গমুখের কতকগুলি বৈশিষ্ট আছে, তা নিচে দেয়া হলো–

  • তরঙ্গমুখের যেকোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ঐ বিন্দুতে তরঙ্গের বেগের দিক নির্দেশ করে।
  • কোনো তরঙ্গের বেগ বলতে প্রকৃত পক্ষে তরঙ্গমুখের বেগকে বোঝায়। অর্থাৎ, তরঙ্গের বেগ v হলে তরঙ্গমুখের বেগও v।
  • তরঙ্গমুখ সমতল বা গোলীয় যাই হােক না কেন, পরস্পর দুটি সমদশা সম্পন্ন তরঙ্গমুখের লম্ব দূরত্বকে ঐ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বলে।
  • একই তরঙ্গমুখের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য সর্বদাই শূন্য।

 

Tags :

  • তরঙ্গ মুখ কাকে বলে
  • তরঙ্গমুখে কণাগুলোর দশা পার্থক্য কত
  • মোমবাতির শিখার তরঙ্গমুখ কেমন
  • গোলকীয় তরঙ্গমুখ কাকে বলে?
  • সমতল তরঙ্গমুখ কাকে বলে?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments