HomeChemistryপাই বন্ধন কাকে বলে? পাই বন্ধন দুর্বল কেন? পাই বন্ধন এর বৈশিষ্ট্য...

পাই বন্ধন কাকে বলে? পাই বন্ধন দুর্বল কেন? পাই বন্ধন এর বৈশিষ্ট্য কি কি?

পাই বন্ধন কাকে বলে? (What is called Pi bond in Bengali/Bangla?)

সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন একই অক্ষে অবস্থিত সমান্তরালভাবে বিদ্যমান দুটি পরমাণুর যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমণ ঘটে, তখন উৎপন্ন বন্ধনকে পাই-বন্ধন বলে। পাই বন্ধনের নামের গ্রিক বর্ণ π দ্বারা মূলত p-অরবিটালকে বোঝায়। শুধুমাত্র p-অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে। s-অরবিটাল গোলকীয় আকারের হওয়ায় পাই বন্ধনে অংশ নিতে পারে না।

পাই বন্ধন সাধারণত সিগমা বন্ধনের চেয়ে দুর্বল হয়। কার্বন-কার্বন দ্বিবন্ধনের একটি সিগমা বন্ধন এবং অপরটি পাই বন্ধন দ্বারা গঠিত। এই পাই বন্ধনের বন্ধন-শক্তির পরিমাণ কার্বন-কার্বন একক বন্ধনের অর্ধেকেরও কম। তাই পাই বন্ধনের স্থিতিশীলতা অবশ্যই সিগমা বন্ধনের স্থায়িত্বের চেয়ে কম। কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিকোণ থেকে, অরবিটালগুলোর সমান্তরাল অধিক্রমণের ফলে p-অরবিটালের মধ্যে মুখোমুখী অধিক্রমণের (সিগমা বন্ধনে ঘটে) চেয়ে উল্লেখযোগ্যভাবে কম ওভারল্যাপ হয়ে থাকে এবং অধিক্রমন এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে। সেজন্য এই বন্ধন তুলনামূলক দুর্বল। অন্যদিকে সিগমা বন্ধনের ক্ষেত্রে বন্ধনের পরমাণুর অরবিটালগুলো সরাসরি মুখোমুখী অধিক্রমণ ঘটে। এর ফলে অরবিটালগুলোর মধ্যে অনেক বেশি ওভারল্যাপ ঘটে এবং শক্তিশালী সিগমা বন্ধন তৈরি হয়।

পাই বন্ধনে অরবিটালগুলো মূলত দুটি স্থানে ওভারল্যাপের মাধ্যমে সংযোজিত থাকে। এই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে বেশি বিচ্ছুরিত বন্ধন। পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে কখনও কখনও পাই ইলেকট্রন হিসাবে উল্লেখ করা হয়। একটি পাই বন্ধন দ্বারা যুক্ত আণবিক টুকরোগুলো পাই বন্ধন না ভেঙে সেই বন্ধনের চারপাশে ঘুরতে পারে না, কারণ ঘূর্ণন হলে p-অরবিটালগুলোর সমান্তরাল অধিক্রমণ ধ্বংস হয়ে যাবে।

হোমোনিউক্লিয়ার ডায়াটমিক অণুগুলোর জন্য আণবিক অরবিটালগুলোর π বন্ধনের মধ্যে বন্ধনের পরমাণুগুলোরর মধ্য দিয়ে যাওয়া একটিমাত্র নোডাল সমতল থাকে, কিন্তু দুই পরমাণুর মধ্যবর্তী স্থানে কোনও নোডাল সমতল থাকে না। সংশ্লিষ্ট অ্যান্টি-বন্ডিং বা π* (“পাই-স্টার”) আণবিক অরবিটালকে এই দুটি বন্ধনযুক্ত পরমাণুর মধ্যে একটি অতিরিক্ত নোডাল সমতলের উপস্থিতি দ্বারা সংজ্ঞায়িত করা হয়।

 

পাই বন্ধন এর বৈশিষ্ট্য (Properties of Pi-bond)

পাই বন্ধন এর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো-

  • দুটি পরমাণু সিগমা বন্ধনে আবদ্ধ হওয়ার পর উভয় পরমাণুর সমান্তরাল অক্ষবিশিষ্ট দুটি অরবিটাল এর পাশাপাশি অধিক্রমন।
  • অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে।
  • পাই বন্ড সিগমা বন্ড অপেক্ষা দুর্বল ।
  • সংকর অরবিটালে পাই বন্ধন ঘটেনা। s অরবিটাল ব্যতীত বিশুদ্ধ অন্য অরবিটালে ঘটে।

 

সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য কি?

সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য নিচে দেয়া হল-

সিগমা বন্ধন

১। সিগমা বন্ধন গঠনে অরবিটালদ্বয় একই সরলরেখায় থাকে।

২। অরবিটাল দ্বারা মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন বা অধিক্রমণের ফলে সৃষ্ট সিগমা বন্ধন দৃঢ় হয়।

৩। সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত।

৪। সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে।

৫। সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে।

পাই বন্ধন

১। পাই বন্ধন গঠনে অরবিটালদ্বয় সমান্তরাল অবস্থায় থাকে।

২। অরবিটালদ্বয়ের আংশিক পার্শ্ব অভিলেপন বা অধিক্রমণের ফলে সৃষ্ট পাই বন্ধন দুর্বল থাকে।

৩। সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি ও দুটি বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন হয়।

৪। বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে না।

৫। s অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে।

 

Tags :

  • পাই বন্ধন সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল কেন?
  • পাই বন্ধন গঠনে সংকর অরবিটাল অংশ নেয় না কেন?
  • পাই বন্ধন গঠনে s অরবিটাল অংশ নেয় না কেন?
  • সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধন দুর্বল কেন?
  • পাই বন্ধন গঠিত হয় কিভাবে?
  • পাই বন্ধন অপেক্ষা সিগমা বন্ধন অধিক শক্তিশালী কেন?
  • বেনজিনের পাই বন্ধন কয়টি?
  • সিগমা ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা কর
  • কোন যৌগে পাই বন্ধন নেই?
  • S অরবিটাল পাই বন্ধন গঠন করে না কেন?
  • সিগমা ও পাই বন্ধন নির্ণয়
  • সিগমা বন্ধন ও পাই বন্ধন বলতে কি বুঝায়?
  • পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন কেন?
  • সিগমা ও পাই বন্ধন এর মধ্যে কোনটি অধিক শক্তিশালী?
  • সিগমা বন্ধন ও পাই বন্ধন পার্থক্য কি?
  • পাই বন্ধন ও সিগমা বন্ধনের মধ্যে কোনটি অধিক শক্তিশালী
  • পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা কর
  • সিগমা ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন কেন
  • অসমযোজী বন্ধন কাকে বলে
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments