HomePhysicsরাশি কাকে বলে? রাশি কত প্রকার ও কি কি?

রাশি কাকে বলে? রাশি কত প্রকার ও কি কি?

রাশি কাকে বলে? (What is called Quantity in Bengali/Bangla?)

বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন– কোনো বস্তুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর, সরণ, বেগ, ত্বরণ, বল, সময়, জন্মহার ইত্যাদি।

গণিত ও বিজ্ঞানে আলোচিত রাশিগুলোকে পরিমাপ করা এবং সুস্পষ্টভাবে প্রকাশ করার ক্ষেত্রে লক্ষ করা যায় যে, কিছু রাশি আছে যাদের শুধু মাত্র পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। আবার কিছু রাশি আছে যাদের প্রকাশের জন্য মান ও দিক উভয়ই জানা দরকার হয়।

যেমন- কোনো বস্তুর দৈর্ঘ্য জানার জন্য শুধুমাত্র এর মান জানলেই হয়, কিন্তু সরণ জানতে হলে মান ও দিক উভয়ই জানা প্রয়োজন। এই কারণে, সকল রাশিগুলোকে দুইভাগে ভাগ করা হয়। যার একটিকে অদিক বা স্কেলার রাশি এবং অপরটিকে সদিক বা ভেক্টর রাশি বলা হয়।

১। অদিক বা স্কেলার রাশি (Scalar quantity) : যে সকল রাশি সুস্পষ্টভাবে প্রকাশের জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে অদিক বা স্কেলার রাশি বলে। যেমন- ভর, দৈর্ঘ্য, সময়, দূরত্ব, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা, কাজ, শক্তি ইত্যাদি রাশিগুলোর প্রত্যেকেই এক একটি স্কেলার রাশি।

২। সদিক বা ভেক্টর রাশি (Vector quantity) : যে সকল রাশি সুস্পষ্টভাবে প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে সদিক বা ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ, ওজন ইত্যাদি রাশিগুলোর প্রত্যেকেই এক একটি ভেক্টর রাশি। কোনো ভেক্টর রাশিকে একটি তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়। সরলরেখার দৈর্ঘ্য রাশিটির মান ও তীর চিহ্ন এর দিক নির্দেশ করে।

 

Tags :

  • রাশি কি?
  • রাশি কত প্রকার ও কি কি?
  • স্কেলার বা অদিক রাশি কাকে বলে?
  • ভেক্টর রাশি কাকে বলে?
  • চাপ কেন স্কেলার রাশি?
  • ওজন কি রাশি?
  • ক্ষেত্রফল স্কেলার না ভেক্টর রাশি?
  • তাপ কি রাশি?
  • চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
  • ঘনত্ব কি রাশি?
  • প্লবতা কি ভেক্টর রাশি?
  • কাজ কি রাশি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments