HomeChemistryঅম্লীয় বা এসিডিক অক্সাইড (Acidic oxide) কাকে বলে?

অম্লীয় বা এসিডিক অক্সাইড (Acidic oxide) কাকে বলে?

অধাতুর যে সব অক্সাইড পানির সাথে বিক্রিয়ায় অম্ল এবং ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে অম্লীয় বা এসিডিক অক্সাইড বলে। যেমন, CO2, SO2, SO3, NO2, N2O5, P2O5 ইত্যাদি।

অম্লীয় অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়ায় অম্ল বা এসিড তৈরি করে বলে অম্লীয় অক্সাইডকে সংশ্লিষ্ট এসিডের ‘এসিড অ্যানহাইড্রাইড’ বলে। কোন কোন অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটিমাত্র এসিড অথবা কোন কোন অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়ায় দুটি এসিড তৈরি করে। প্রথম ক্ষেত্রের অক্সাইডকে শুধু ‘এসিড অ্যান্‌হাইড্রাইড’ এবং দ্বিতীয় ক্ষেত্রের অক্সাইডকে ‘মিশ্র অ্যানহাইড্রাইড’ বলা হয়। যেমন,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments