HomeChemistryদ্রাবক কাকে বলে? দ্রাবকের উদাহরণ

দ্রাবক কাকে বলে? দ্রাবকের উদাহরণ

যে পদার্থ (সাধারণত তরল) অন্যান্য পদার্থকে (দ্রাব) দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে। পানি, অ্যাসিটোন, ইথার, স্পিরিট, ইথানল, মিথানল প্রভৃতি হলো দ্রাবক।

 

দ্রাবকের বৈশিষ্ট্য

দ্রাবকের বৈশিষ্ট্য হল–

১. দ্রাবক নিরপেক্ষ হয়।

২. দ্রাবক সর্বদা তরল হয়।

 

পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয় কেন?

পানি একটি নিরপেক্ষ দ্রাবক। এর আপেক্ষিক গুরুত্ব অত্যধিক। এটি সবচেয়ে বেশি পদার্থ দ্রবীভূত করে। সব রকম দ্রাবকের মধ্যে পানি সস্তা ও সহজলভ্য এবং এর ব্যবহারে তেমন কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। তাই পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয়।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments